Skip to content

প্রতিবাদী নাগরিক মঞ্চের সাংবাদিক সম্মেলন!

অপূর্ব মজুমদার: বৃহস্পতিবার ১৭ই জুলাই খড়্গপুরে মালঞ্চ প্রেমহরি ভবনে সাংবাদিক সম্মেলন করেন প্রতিবাদী নাগরিক মঞ্চ। অনিল দাস জানান, যে কোনো ধরনের অন্যায়, বেআইনী কাজ হলে খড়্গপুরে তার প্রতিবাদ হবে এই লক্ষ্যে প্রতিবাদী নাগরিক মঞ্চ গঠিত হয়েছে। আগামী ২০ শে জুলাই প্রেমহরি ভবনে গণ কনভেনশন হবে। ওখান থেকে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হবে। সমাজের সর্বস্তরের মানুষকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে। বক্তব্য রাখবেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি,অম্বিকেশ মহাপাত্র, অরুণাভ গাঙ্গুলী প্রমূখ। তিনি জানান পুলিশ রিপোর্ট দিয়েছে আদালতে অনিল দাসের শরীরে কোনো আঘাত চিহ্ন নেই। সম্ভবত এই কারণে বেবী কোলে আগাম জামিন পেয়েছে। খড়্গপুরে বাসিন্দা অঞ্জলী বিষইরা তার ৫টি ভাই বোন।খড়্গপুরে পূর্বপুরুষের জমি আছে । বেবী কোলের সাহায্য নিয়ে রীতা বাগলা বেআইনী বাড়ি করেছে ওই জমিতে বলে অভিযোগ। তৃণমূলের জেলা সভাপতি সূজয় হাজরাকে ও কাগজ পাঠানো হয়েছে। উনিও দেখবেন বলেছেন। সাধারণ প্রাচীর(Common wall) বেবী কোলে ভেঙে দুর্গা সাহু এর জায়গায় তার জিনিস রাখছে বলে অভিযোগ। পুলিশ এই অন্যায়টার প্রতিকার করুক। অধ্যাপক তপন কুমার পাল বলেন খড়্গপুর শান্ত শহর ছিল। সাংবাদিকদের লেখনী সেই শান্ত শহর ফিরিয়ে দেওয়া হোক । এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক গগন পাল, নাট্যকর্মী সমীর গাঙ্গুলী, দেবাশীষ দে, সুকুমার সিং, অমিতেশ কুন্ডু প্রমূখ।

Latest