নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ প্রায় কয়েক বছর পরে প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর জেলায়। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসসি-র তরফে জারি করা হল বিজ্ঞপ্তি। দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের জন্য পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি-র তরফে জারি করা হল বিজ্ঞপ্তি।

প্রধান শিক্ষকের যোগ্যতা : ন্যূনতম মাপকাঠি- ২০০১ সালের ৩ সেপ্টেম্বর বা তার আগে নিযুক্ত শিক্ষকের মাধ্যমিক পাশ এবং ১ বা ২ বছরের শিক্ষকতার প্রশিক্ষণ থাকা আবিশ্যিক।আবার ২০০১ সালের ৩ সেপ্টেম্বরের পর থেকে ২০০৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রেও যোগ্যতার মাপকাঠি একই।২০০৫ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের যোগ্যতার মাপকাঠি ভিন্ন। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর বা স্নাতক এবং দু’বছরের ডিএলএড বা পিটিটিআই প্রশিক্ষণ থাকতে হবে। পাশাপাশি স্পেশাল ডি.এড, স্পেশাল বি.এড বা সাধারণ বি.এড করা থাকলে ৬ মাসের ব্রিজ কোর্স সম্পূর্ণ থাকতে হবে।
আবেদনের সময়সীমা : আগামী ১৬ থেকে ৩০ এপ্রিলের মধ্যে ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা প্রধান শিক্ষকপদে আবেদন করতে পারবেন। আবেদন জমা করতে হবে সার্কেল অফিসে, অর্থাৎ অবর বিদ্যালয় পরিদর্শকের (এসআই) অফিসে। সরাসরি জেলা সংসদে আবেদন জমা দিলে তা গৃহীত হবে না। সূত্রে খবর, আবেদনের ভিত্তিতে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়েই প্রধান শিক্ষকের পদে নিয়োগ করা হবে। আবেদনের সঙ্গে ‘সেল্ফ অ্যাসেসমেন্ট’ বা স্ব-মূল্যায়নের সুযোগ থাকছে। এ ক্ষেত্রে ৩০ নম্বর থাকছে। মৌখিক পরীক্ষা হবে না।
একই সঙ্গে, শিক্ষকদের প্রত্যাশা, এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং শূন্যপদগুলি পূরণের মাধ্যমে বিদ্যালয়গুলির কার্যক্রম আরও মসৃণ হবে। পশ্চিম মেদিনীপুরে প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগের এই উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। প্রায় ২৫০০ শূন্যপদ পূরণের মাধ্যমে জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরও সুগঠিত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষক সম্প্রদায়ের জন্য এটি একটি সুযোগ, যার মাধ্যমে তারা তাদের ক্যারিয়ারে নতুন উচ্চতায় পৌঁছাতে পারবেন।