Skip to content

তরুণ থিয়েটার আয়োজিত নাট্যোৎসব উপলক্ষ্যে শোভাযাত্রা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : রবিবার মেদিনীপুর শহরে প্রদ্যোত স্মৃতি সদনে মেদিনীপুর তরুণ থিয়েটারের উদ্যোগে শুরু হতে চলেছে পাঁচদিনের 'এপার বাংলা,ওপার বাংলা নাট্যোৎসব এবং আনুষঙ্গিক সাংস্কৃতিক কর্মসূচি।এই উপলক্ষ্যে শনিবার বিকেল ৩ টায় মেদিনীপুর শহরের ছোটবাজার সংলগ্ন নাট‍্যাচার্য্য শিশির ভাদুড়ীর জন্মস্থান থেকে বাইক র‍্যালির সূচনা হয়। বাইক যাত্রা শুরুর আগে তরুণ থিয়েটারের পক্ষ থেকে নাট্যাচার্য শিশির ভাদুড়ীর প্রতিকৃতিতে মাল‍্যদান করা হয়। মশাল প্রজ্বলনে মধ‍্য দিয়ে র‍্যালির সূচনা করেন প্রবীণ নাট‍্যব‍্যক্তিত্ব সুবীর দাসমাল। এই বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে প্রদ‍্যোৎ স্মৃতি সদনে এসে শেষ হয় এবং সেখানে থেকে বিকেল চারটার সময় সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন তরুণ থিয়েটারের মুখ্য পৃষ্ঠপোষক সুজয় হাজরা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ এর নাট‍্যব‍্যক্তিত্ব রওশান জান্নাত রুশনী, খোরসেদুল আলম,তরুণ থিয়েটারের কার্যকরী সভাপতি সুরজিৎ সেন, সম্পাদক বিশ্বজিৎ কুন্ডু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। প্তরুণ থিয়েটারের কলাকুশলী ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই পদযাত্রায় পা মেলান।তরুণ থিয়েটারের এই নাট‍্যোৎসবকে কেন্দ্র করে শহরবাসীর মধ্যে প্রভূত সাড়া পড়েছে।

Latest