পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে দেশ রক্ষার্থে কর্মরত সেনা জওয়ান এবং বীর শহিদদের নতমস্তকে প্রণাম জানাই সীমান্তে কর্মরত সেনা ও শহিদ জওয়ানদের কে সম্মান জানাতেই একটি বর্ণাঢ্য মিছিল করলো । শনিবার ১৭ই মে জাতীয় পতাকা হাতে নিয়ে মেদিনীপুরের রাস্তায় পদ যাত্রায় নেতৃত্ব দিলেন সাংসদ জুন মালিয়া। সিন্দুর অপারেশনের পর দেশবাসী এবং ভারতীয় সেনা বাহিনীকে সম্মান জানিয়ে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। মূল উদ্যোক্তা ছিলেন সাংসদ নিজেই। তাঁর সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং শহরের বহু সাধারণ মানুষ।এই পদযাত্রা শুরু হয় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে। শহরের একাধিক রাস্তা পরিক্রমা করে পদ যাত্রা শেষ হয় গান্ধী মূর্তির পাদদেশে।পদ যাত্রা শুরুর আগে শহরের প্রাক্তন সেনা কর্মীদের সংবর্ধনা জানানো হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও ফুলের তোড়া। অনেক প্রাক্তন সেনা কর্মীও এদিন পদ যাত্রায় অংশগ্রহণ করেন।এই কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের বার্তা দেওয়া হয় বলে জানান সাংসদ জুন মালিয়া।
