Skip to content

মেদিনীপুর শহরের সিপাইবাজারে বিক্ষোভ বিজেপি দিলীপ ঘোষকে নিয়ে!

নিজস্ব সংবাদদাতা : অক্ষয় তৃতীয়ায় দিনে পূর্ব মেদিনীপুরের দীঘার  বুধবার বিকেলেই দীঘার জগন্নাথ মন্দিরে যান সস্ত্রীক বিজেপি নেতা দিলীপ ঘোষ।মঙ্গলবারই দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তিনি আমন্ত্রণ পেয়েছেন। দিঘার মন্দিরে যেতে তাঁর কোনও আপত্তি নেই। তাঁর এই বক্তব্যে জল্পনা বাড়ে রাজনৈতিক মহলে। আর বুধবার দেখা গেল সস্ত্রীক সেখানে গেলেন তিনি।আর এর পরই মেদিনীপুরে বিজেপির দলীয় কার্যালয়ে অশান্তির ছবি। দিলীপ ঘোষকে দালাল বলে তোপ দেগে ছবিতে পরানো হয়। আর জুতোর মালা, তালা ঝুলিয়ে দেওয়া হয় মেদিনীপুর কার্যালয়ের দরজায়। বুধবার রাত ১০টা নাগাদ মেদিনীপুর শহরের সিপাইবাজারে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান একদল বিজেপি কর্মী-সমর্থকরা।

Latest