নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের সিপাইবাজার সামনে বিদ্যাসাগর শিশু নিকেতন (VSN) সামনে একটি ৬০ বছরের বেশি অশ্বত্থ গাছ আছে । সম্পতি রাস্তা সম্প্রসারণ করার জন্য PWD গাছটি কেটে ফেলা হবে বলে শোনা গেছে। শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন সামনে যেমন অভিভাবক, ছাত্র ছাত্রী, স্থানীয় অধিবাসীদের প্রখর রোদে ছায়া প্রদান করে ঠিক তেমনি গাছটি বহু পাখিরও আশ্রয় স্থল। গাছ কাটতে গেলে বনদপ্তর এর থেকে অনুমতি নিয়ে তবেই গাছ কাটা যায়। বনদপ্তরের অনুমতি ছাড়া কাজ কাটা অন্যায়। পরিস্থিতির সুযোগ নিয়ে অনেকেই গাছ কেটে ফেলছে। বাড়ির সামনে বা কোন দোকানের সামনে গাছের জন্য অসুবিধা হচ্ছে অনেকেই সুযোগ পেলে ই সেই গাছগুলিকে কেটে ফেলছে। এটা অত্যন্ত অন্যায় কাজ করছে তারা। গাছপালা অক্সিজেন উৎপাদনের মাধ্যমে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দীপান্বিতা জানা ও স্কুলে অভিভাবকরা সবাই মিলে একটা আবেদন করে যে গাছটা যেন না কাটা হয়। সোমবার ২৮শে এপ্রিল পুরপ্রধান ও মহকুমাশাসক মেদিনীপুর শহরবাসীকে বার্তা দেন, গাছ কাটা হবে না, এ নিয়ে পূর্ত দপ্তরকে জানানো হয়েছে। আধিকারিকরা আশ্বস্তও করেছেন।

