পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের প্রতিবাদে এবার রাস্তায় নামলো মেদিনীপুর টাউন মুসলিম কমিটি।ওয়াকফ বিলের বিরোধিতা করে গোটা জেলা জুড়ে ‘ওয়াকফ বাঁচাও আন্দোলন’ করছে, বৃহস্পতিবার মেদিনীপুর টাউন মুসলিম কমিটির পক্ষ থেকে সেই কর্মসূচিই নেওয়া হল। মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক সারফরাজ খাঁনের নেতৃত্বে এ দিন ওই কর্মসূচি নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ মেদিনীপুর শহরের দেওয়ান বাবা মাঠ থেকে এক মহা মিছিল করে মেদিনীপুর শহর রিংরোড হয়ে জেলা শাসক দপ্তরের গেটের সামনে বিক্ষোভ মিছিল করে। তার সাথে জেলা শাসকের তালিকা কেন্দ্র সরকার লোকসভায় যে ওয়াকফ সংশোধনের বিল ২০২৪ উত্থাপন করা হয়েছিল তারি প্রতিবাদে মেদিনীপুর জেলা শাসক কে ? ডেপুটেশন জমা দিলেন মেদিনীপুর টাউন মুসলিম কমিটি পক্ষ থেকে। কমেটির সম্পাদক সারফরাজ খাঁন জানান,ওয়াকফ আমেন্ডমেন্ট বিল মুসলমানদের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপেরই নামান্তর এই বিল পাস করানোর পিছনে আসলে এই দেশ থেকে মুসলমানদের সম্পত্তি দখল করে তাদের অস্তিত্ব বিলোপ করার চেষ্টা। সাংসদের এই বিল পাস হলে সংবিধানের ১৪ তম মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ হবে।এই বিল পাস করা মানেই ওয়াকাফের মুসলিম প্রপার্টি আগ্রাসন করে ধীরে ধীরে প্যালেস্টাইনের মত মুসলিম প্রপার্টি দখল করবে এই কেন্দ্রের বিজেপির নরেন্দ্র মোদি সরকার। কেননা সংবিধানের ১৪ নং ধারায় বলা হয়েছে সংখ্যালঘু বা মুসলমানদের ওয়াকফ করা সম্পত্তিতে পরিচালিত ধর্মীয় বা শিক্ষামূলক প্রতিষ্ঠানের কর্তৃত্ব সংশ্লিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে থাকবে। সেখানে অন্য সম্প্রদায়ের মানুষকে প্রতিনিধি করা যায় না। তবে এই বিল প্রত্যাহার না হলে তারা বড়সড়ো আন্দোলনের নামবে।পাশাপাশি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত হওয়ারও আহ্বান জানিয়েছেন।