পূর্ব মেদিনীপুর,নিজস্ব সংবাদদাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর গত কয়েকদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ী চালিয়ে দেওয়ায় পরিপ্রেক্ষিতে গত ৩ রা মার্চ ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ আন্দোলনের কর্মসূচিতে মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রাজ্য পুলিশ বর্বোরোচিত আক্রমণের প্রতিবাদে আজ সারা বাংলা প্রতিবাদ দিবসে এস ইউ সি আই কমিউনিস্ট দলের পক্ষ থেকে পাঁশকুড়া ও কোলাঘাট থানায় বিক্ষোভ প্রদর্শন এবং ও.সি.কে স্মারকলিপি দেওয়া হয়। কোলাঘাট থানার কর্মসূচিতে নেতৃত্ব দেন-দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক,সুব্রত দাস জেলা কমিটির সদস্য শংকর মালাকার,আনন্দ হান্ডা প্রমূখ। পাঁশকুড়া থানার কর্মসূচিতে নেতৃত্ব দেন সুনীল জানা,আব্দুল মাসুদ,তপন নায়ক,সমরেন্দ্র মাজী প্রমূখ। নারায়ণবাবু বলেন, ৩ রা মার্চ কলেজ /বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের দিন বিদ্যাসাগর ইউনিভার্সিটির চার ছাত্রী সুশ্রীতা সরেন,রানুশ্রী বেজ,তনুশ্রী বেজ,বর্নালী নায়কের উপর কোতোয়ালি থানার ও.সি. এবং ঐ থানার পুলিশ যে অমানবিক(মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরে বুটের লাথি মারা,ছাত্রীদের লকআপে পুরে সিসিটিভিবর্জিত ঘরে নিয়ে গিয়ে হিন্দী গান চালিয়ে গানের তালে তালে বেল্ট খুলে পেটানো,গোপনস্থানে আঘাত করা,গায়ে গরম মোম ঢেলে দেওয়া প্রভৃতি)নির্যাতন করেছে বলে যা সংবাদমাধ্যমে প্রকাশিত বা পরিবেশিত হয়েছে,তা খুবই উদ্বেগের। আবার সুশ্রীতা সরেন একজন আদিবাসী সম্প্রদায়ের ছাত্রী। হাড় হিম করা ওই ঘটনা ব্রিটিশ শাসনের অত্যাচারকে পুনরায় স্মরন করিয়ে দেয় বলে নারায়ণবাবু অভিযোগ করেন।
