Skip to content

"বিচার তুমি দেবেনা, নিস্তার তুমি পাবে না", মেদিনীপুরে বিক্ষোভ সিটিজেনস ফর আরজি কর সংগঠনের!

1 min read

পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : "বিচার তুমি দেবেনা, নিস্তার তুমি পাবে না।" CBI চার্জশিট না দেওয়ায় জামিন পেল সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডল। তাই ধিক্কার জানিয়ে মেদিনীপুরে বিক্ষোভ অভিযান সিটিজেনস ফর আরজি কর সংগঠনের। মঙ্গলবার দুপুর নাগাদ শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গনে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরের বাইরে গিয়ে বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মী সদস্যরা। CBI চার্জশিট না দেওয়ায় জামিন পেল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল, আরজিকর কান্ডের দুই অভিযুক্ত কে জামিন মনজুর হওয়ার পর থেকে মেদিনীপুরে আবার জেগে উঠলো বিক্ষপের ঝড়। মঙ্গলবার মেদিনীপুর শহর সিটিজেনস আরজিকর ও নাগরিক সমাজের নেতৃত্বে বিদ্যাসাগর হল প্রাঙ্গণ থেকে মেদিনীপুর শহর রিং রোড হয় জেলা শাসক গেটের সামনে মিছিল করে বিক্ষোভ দেখায়। কেবল উদাসীনতা নাকি গোপন আঁতাত! সে প্রশ্নও তোলা হয় সংগঠনের তরফে।

Latest