Skip to content

মুর্শিদাবাদের বেলডাঙায় রহস্যমৃত্যুকে কেন্দ্র করে একাধিক সাংবাদিক আক্রান্ত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ধিক্কার মিছিল !

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মুর্শিদাবাদের বেলডাঙায় এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চলা প্রতিবাদ কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিক আক্রান্ত হন। পেশাগত দায়িত্ব পালন কালে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা সাংবাদিক সমাজ একত্রিত হয়ে ধিক্কার মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করলো শনিবার। এদিন মেদিনীপুর শহরের পঞ্চুরচক থেকে জেলাশাসকের গেট পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমের উপর এই ধরনের হামলা শুধু সাংবাদিক সমাজের উপর নয়, গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দোষীদেরকে গ্রেফতার করতে হবে। এই দাবি তোলা হয় এই প্রতিবাদ ও ধিক্কার মিছিল থেকে।

Latest