Skip to content

খড়্গপুরে শিল্প-সাহিত্য-সংস্কৃতি-মঞ্চের পক্ষ থেকে অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদ সভা!

অরিন্দম চক্রবর্তী :কলকাতার আরজি কর হাসপাতালে রাতের শিফটে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় আর বছর পেরিয়ে গেলেও ন্যায় বিচার মেলেনি।প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা বিশ্ব। শনিবার ৯ আগস্ট খড়্গপুরে শিল্প-সাহিত্য-সংস্কৃতি-মঞ্চের পক্ষ থেকে অভয়ার বিচারের দাবিতে খড়্গপুর শহরের গিরি ময়দান বড় বাতি কালী মন্দিরে কাছে প্রতিবাদ সভা করা হয় । আয়োজকরা বলেন এক বছর কেটে গেল অভয়া আজও নিখোঁজ। কোথায় বিচার? ওনারা বলেন-"আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে...."। অনুষ্ঠানে প্রাক্তন অধ্যাপক তপন পাল বলেন প্রতিবাদ না হলে আমরা রাত্রে ঘুমাতে পারবো না।

তিনি বলেন নারীরা কোথাও নিরাপদ নয়, না ঘরে না বাইরে। মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন তোমাকে প্রতিবাদী ও লড়াকু হতে হবে। এরপর তিনি একটি প্রতিবাদী গান শোনান। সমাজসেবী আনোয়ার খান বলেন-আসল যারা দোষী তাদের নাম এলো না। যারা প্রশাসনে আছে তারা নিরীহ মানুষদের শান্তিতে থাকতে দেবে না। তাই আর জি কর কান্ডে সুবিচার চাই। বাচিক শিল্পী অনুশীলা চক্রবর্তী বলেন-অভয়ার আত্মা যেন শান্তি না পায় তাহলে আমাদের এই লড়াই বৃথা হয়ে যাবে।

অভয়ার আত্মা যেন শান্তি না পায় যতদিন না ধর্ষকরা শাস্তি না পায়। শিল্পী সুরজিৎ বসু বলেন-এই প্রতিবাদের রেশ ধরেই হয়তো একদিন ধর্ষকরা শাস্তি পেলেও পেতে পারে। উপস্থিত দর্শকদের তিনি প্রতিবাদী গান গেয়ে শোনান। শিখা কুন্ডু কবিতা পাঠ করেন এলো সেই বেদনার দিন। শিল্পী কাঞ্চনা রায় বলেন-সুবিচার আজকেও অভয়ার বাবা-মা পাননি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক অভিষেক রায় চৌধুরী। সমাজসেবী দেবাশীষ দে বলেন অভয়ের উপর যে বর্বরোচিত ঘটনা ঘটানো হয়েছিল আজ তার এক বছর। মূল মাফিয়ারা এখন সবাই জেলের বাইরে আছে। সমাজসেবী অনিল দাস বলেন-"মানুষ ভয়েতে নিজেকে গুটিয়ে নিয়েছে। আমরা যে কজন আছি গোটা খড়্গপুর শহরের মানুষকে সাহস জোগাবো অভয়ার বিচারের জন্য। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন অধ্যাপক জাবেদ ইকবাল। বিভিন্ন প্রতিবাদী স্লোগানের মধ্যে শতাধিক মানুষের পথসভা শেষ হয়।

Latest