পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ভারত সরকারের নির্দেশ মেনে পাকিস্তান নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠাও। এই দাবিতে সোমবার ৫ই মে রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ, অবস্থান ধর্না কর্মসূচি বঙ্গ বিজেপির। সোমবার সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরের সামনে ধর্না ও ডেপুটেশন কর্মসুচি পালন করলো ভারতীয় জনতা পার্টি মেদিনীপুর সাংগঠনিক জেলা। খোঁজো, ধরো, ফেরৎ পাঠাও এই স্লোগানকে সামনে রেখে এদিনের এই কর্মসুচি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সাংবাদিকদের মুখোমুখি বলেন কাশ্মীরে পেহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিরা হামলা চালিয়েছে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এই সন্ত্রাসবাদি কার্য কলাপ এর জন্য এমন শিক্ষা পাকিস্তানকে দেওয়া হবে, তারা জীবনে এই জিনিস করার সাহস পাবে না। আজকের বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে। এমনকি মুসলিম রাষ্ট্র তারা পর্যন্ত এই ঘটনার তীব্র নিন্দা করছে। কেন্দ্র সরকার ঘোষণা করেছে পাকিস্তানিদের কি চিহ্নিত করে এই ভারত থেকে বিতারণ করার কাজ সারা ভারত জুড়ে আরম্ভ হয়েছে। এই রাজ্যের এখনো পর্যন্ত এই পাকিস্তানিদের চিহ্নিত করার কাজ শুরু হয়নি কোন প্রচেষ্টাই লক্ষণ দেখা যাচ্ছে না।একটি কে পরিষ্কার প্রশ্ন জাগে। এই রাজ্যে সরকার তবে কি পাকিস্তানের সন্ত্রাসবাদীদের সমর্থন এমনই আক্রমণ করলেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কে, রাহুল সিনহা। এদিনের কর্মসুচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, জেলা সভাপতি শমিত মন্ডল, জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক, অরুপ দাস সহ অন্যান্য নেতৃত্ব।