নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে রবিবার খড়গপুর দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অফিসে সামনে।বেলা সাড়ে দশটা নাগাদ খড়গপুরের রেলওয়ের বিভিন্ন এলাকা পরিদর্শনে হাজির হয়েছিলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র। তার আসার আগে সম্ভাব্য পরিদর্শনের খারাপ স্থানগুলিতে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তারপরেই সেখানে হাজির হলো খড়গপুরের তৃণমূলের কর্মীরা। সেই রাস্তায় ঢেকে রাখা কাপড় ছিঁড়ে সরিয়ে দিলেন। জেনারেল ম্যানেজারকে রাস্তায় আটকে ব্যাপক বিক্ষোভ তৃণমূলের। তুমুল উত্তেজনা ডিআরএম অফিস চত্বরে।তৃণমূলের কর্মীদের অভিযোগ তৃণমূলের অভিযোগ, রেলের আধিকারিক হয়ে বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করার জন্য ছুটির দিনে এলাকা পরিদর্শনে এসেছেন। এ নিয়ে খড়্গপুরের ডিআরএম কেআর চৌধুরীর অফিস থেকে তাঁর গাড়ি বেরিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী-সমর্থকদের। খড়গপুর দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র বলেন রেলের কোয়ার্টার পরির্দশন করে কী ভাবে তাঁদের সুযোগ-সুবিধে দেওয়া যায়, তা আমাদের ডিউটি। তাই পরিদর্শন করতে এসেছি। কিন্তু এটা খুবই খারাপ হল। বাইরে থেকে লোক এসে আমার কাজে বাধা দিচ্ছে। এটা উচিত নয়।’’ তাঁর সংযোজন, ‘‘এটা রেলের জায়গা, আমাদের কর্মী রেলের কোয়ার্টারে থাকেন। প্রতি মাসেই এক বার করে কোয়ার্টার পরিদর্শন করা আমার কাজ। এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই।’