Skip to content

প্রয়াত সিআইডি টিভি সিরিয়াল খ্যাত অভিনেতা

1 min read

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দীনেশ সোনি টিভির জনপ্রিয় 'কপ সিরিয়াল' CID-এর অফিসার ফ্রেডরিক্সের ভূমিকায় অভিনয় করতেন দীনেশ ফড়নিশ। অসুস্থতার কারণে ভর্তি ছিলেন হাসপাতালে। লড়াই চলছিল মৃত্যুর সঙ্গে। তবে শেষরক্ষা করা গেল না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সোমবার মধ্য রাত ১২.০৮ মিনিটে কন্দিভলির থুঙ্গা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৩ বছর। একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়ে মারা যান অভিনেতা। তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে আজ, ৫ ডিসেম্বর। দীর্ঘদিন ধরে চলতে থাকা 'CID'-র সকল কলাকুশলীরা আপাতত অভিনেতার বাসভবনে একত্রিত হয়েছেন। গত রবিবারই শোনা যায় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। 'সিআইডি'-র ফ্রেডি। নব্বইয়ের দশকের যে ছোটরা মজে থাকত গোয়েন্দা গল্প, কেস সমাধানের বাঁধুনিতে... তাদের ভোলার কথাই নয় টিমের মধ্যে থাকা অফিসার ফ্রেড্রিক্সকে। একদিকে যেমন তাঁর ছিল জটিল কেস সমাধান করার ক্ষমতা, বীরত্ব... তেমনই আবার টিমের মেজাজ হালকা রাখতেও তাঁর জুড়ি মেলা ছিল ভার। বিভিন্ন কাজে যেমন বকুনি জুটত তাঁর কপালে, তেমনই কখনও এসিপি প্রদ্যুম্নের সামান্য প্রশংসাতেই তিনি গলে জল। ১৯৯৮ থেকে ২০১৮ পর্যন্ত এই শোয়ে তিনিও বাকিদের মতো টানা অভিনয় করে গিয়েছেন। ছোটপর্দায় চলা অন্যতম দীর্ঘ শো এটি। অনেক সময় অনেক অভিনেতা অভিনেত্রী এই ধারাবাহিক ছাড়লেও দীনেশ-সহ দয়ানন্দ শেট্টি, শিবাজি সত্যম (Shivaji Satam) ও আদিত্য শ্রীবাস্তব (Aditya Srivastava) ছিলেন এই ২০ বছরই। কেবল সিআইডি নয়, জনপ্রিয় শো 'তারাক মেহতা কি উল্টা চশমা' -তেও ছিলেন দীনেশ।

Latest