পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। ভয়াবহ এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রতি বছরই পালিত হয় এই দিনটি।বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) দ্বারা ঘোষিত বিশ্ব জনস্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত একটি অন্যতম দিবস।সেই সুরেই তাল মিলিয়ে মেদিনীপুর শহরেও আয়োজিত হলো জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এক বিশেষ সচেতনতা কর্মসূচি।

এইডস সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করা, প্রতিরোধের উপায় জানানো এবং আক্রান্তদের পাশে দাঁড়ানোর বার্তা ছড়িয়ে দিতে সোমবার সকাল থেকেই শহরে শুরু হয় র্যালি ও প্রচার কর্মসূচি। রথ যাত্রায় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শঙ্কর সারেঙ্গী। তাঁর সঙ্গে কাঁধ মিলিয়ে হাঁটলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, জেলার চিকিৎসা কর্মী থেকে শুরু করে স্বাস্থ্য স্বেচ্ছাসেবকরা।র্যালিতে ছিল এক বিশেষ আবহ— হাতে প্ল্যাকার্ড,সচেতনতার শ্লোগান, আর মানুষের প্রতি মানবিক আহ্বান। আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও পরীক্ষা-নিরীক্ষাকে সহজলভ্য করার উদ্যোগের কথাও তুলে ধরা হয়।