পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : প্রয়োজনের সময় জাতীয় সড়কের উপর নামবে যুদ্ধবিমান। সেই লক্ষ্যে তৈরি হয়েছে রানওয়ে। চলছে তারই চূড়ান্ত প্রস্তুতি। হল ট্রায়াল মহড়াও। বেলদায় জাতীয় সড়কে বায়ুসেনার যুদ্ধবিমানের ট্রায়াল। প্রসঙ্গত, নারায়ণগড় ব্লকের পক্তাপোল থেকে শ্যামপুরা পর্যন্ত ৬০ নম্বর জাতীয় সড়কের উপর আপৎকালীন যুদ্ধবিমান ওঠা-নামার জন্য রানওয়ে তৈরি করা হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ কাজ সম্পন্ন করে তারপর তা বায়ু সেনার আধিকারিকদের হাতে তুলে দিয়েছে।এয়ারফোর্স থেকে বায়ু সেনার আধিকারিক-সহ নিরাপত্তারক্ষীরা জাতীয় সড়কের উপর তৈরি হওয়া ৫ কিলোমিটার রানওয়েকে ঘিরে ফেলে।