Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের নাম ঘোষনা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়ে গেল। যোগ্য মানুষ হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত-কার্য্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হলেন নির্মল ঘোষ।কৃষি দফতরে আশিস হুদাইত, মৎস্য দফতরে জ্যোতিপপ্রসাদ মাহাতো, খাদ্য দফতরে প্রতুল দাস, বন ও ভূমি দফতরে তপন প্রধান এবং জনস্বাস্থ্য দফতর পেয়েছেন আবু কালাম বক্স।

May be an image of 8 people and text

Latest