পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে শালবনি ব্লকের বিভিন্ন এলাকায় মানুষের দাবী কে প্রাধান্য দিয়ে উন্নয়নের কর্মকান্ড দ্রুত গতিতে চলছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শালবনি রানাপাড়া রেল গেট থেকে শালবনি উচ্চ বিদ্যালয় পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ এর কাজ। রেল দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয়তার গুরুত্ব বুঝিয়ে - রেলেওয়ের জমির উপর রাস্তাকে পাকা রাস্তায় রূপান্তরিত করবার জন্য দীর্ঘ প্রচেষ্টা করেন শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ , তাদের অনুমোদন পাওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অর্থ সাহায্যে এই রাস্তাটি পাকা রাস্তায় রূপান্তরিত হতে চলেছে। এছাড়াও শালবনি ব্লকের পাটাঝরিয়া, মধুপুর বিভিন্ন গ্রামে আলোক স্তম্ভ, নান্দারিয়া, মহাশোল, ভুর্ষা বিভিন্ন গ্রামে ড্রেন নির্মাণ সহ প্রায় কয়েক কোটি টাকার কাজ চলছে । সোমবার সমস্ত জায়গায় গিয়ে সেই কাজ পরিদর্শন করলেন শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ ,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতিপ প্রসাদ মাহাতো, যার হাত ধরে এই কাজগুলো জেলা পরিষদ থেকে শালবনিতে এসেছে - ব্লকের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ, বর্তমান পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম বেরা প্রমুখ। সোমবার রাস্তা তৈরীর কাজ তারা খতিয়ে দেখেন এবং ঠিকভাবে রাস্তা তৈরি হচ্ছে কিনা তাও তারা খতিয়ে দেখেন। সেই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে রাস্তা তৈরি নিয়ে কোন সমস্যা রয়েছে কিনা তাও জানার চেষ্টা করেন। তবে দীর্ঘদিন বাদে রাস্তা তৈরি হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।