Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলায় স্টেট ফান্ড থেকে ২৯ টি রাস্তা তৈরি করা হবে!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুর জেলায় স্টেট ফান্ড থেকে ২৯ টি রাস্তা তৈরি করা হবে বলে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কার্যালয়ে বসে জানালেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি। তিনি বলেন টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষের মুখে। খুব শীঘ্রই ওই ২৯টি রাস্তা তৈরীর কাজ শুরু করা হবে। যার মধ্যে উল্লেখযোগ্য একটি রাস্তা হল মেদিনীপুর সদর ব্লকের গোলাপীচকএর বাইপাস এলাকার রাস্তা, যে রাস্তা মেরামতের দাবীতে গত চার বছর ধরে এলাকার বাসিন্দারা আটবার পথ অবরোধ করে আন্দোলন করেছে। সম্প্রতি ওই এলাকায় পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের দাবিকে মান্যতা দিয়ে মেদিনীপুর গোলাপীচক বাইপাস এলাকার রাস্তা তৈরির জন্য ২ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি জানান। যার ফলে খুশি মেদিনীপুর সদর ব্লকের গোলাপীচক এলাকার বাসিন্দারা।

May be an image of road

Latest