Skip to content

পশ্চিম মেদিনীপুর শহরের রাঙামাটির বাসিন্দা মাত্র ৪ বছর বয়সের শিশু সোমদীপ্তা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর শহরের রাঙামাটির বাসিন্দা মাত্র ৪ বছর বয়সের শিশু সোমদীপ্তা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম। মাত্র ৩০ সেকেন্ডে ভারতের ১৫ টি বিখ্যাত আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ড গড়ল । তবে শুধু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ও অবস্থান নয়; ১ মিনিট ২৭ সেকেন্ডে এশিয়ার ৭২টি দেশের রাজধানীর নাম, ১০ সেকেন্ডে দেশের ১২টি বিখ্যাত শহর ও তাদের 'ছদ্মনাম', ১২ সেকেন্ডে UPSC, SSC, IPS-র মতো ১২টি সংক্ষিপ্ত নামের 'ফুল ফর্ম' (পুরো নাম)-ও বলতে পারে মেদিনীপুর শহরের টেকনো ইন্ডিয়া স্কুলের আপার নার্সারির ছাত্রী সোমদীপ্তা পাল। এছাড়াও, কয়েক সেকেন্ডের মধ্যে এশিয়ার ৯৭টি দেশের পতাকা চিনতে পারে সে। রেকর্ড গড়ার সাথে সাথেই, চার বছরের সোমদীপ্তা-র এই সমস্ত কীর্তির জন্য তাকে বিশেষভাবে পুরস্কৃতও করা হয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষের তরফে। সোমদীপ্তার বাবা সুদীপ পাল একটি বেসরকারি সংস্থার কর্মী। তিনি জানান ওকে নিয়ে ছোটবেলা থেকেই বেড়াতাম রাস্তায় নানারকম প্রশ্ন করত। একবার সেটা বলে দিলে সেই কথাটাই পরের দিনেও মনে রেখেছে ঠিক এইভাবে বিভিন্ন দেশের নাম রাজধানী প্রভৃতি এক দুটো করেই বলতে শুরু করি দেখতাম ও বেশ ভালোভাবেই সেগুলি আত্মস্থ করে নিত। এছাড়া কোন সংক্ষিপ্ত নাম বা শর্ট নেমের ফুল ফর্ম বললে সেগুলিও অনায়াসে মনে রাখতে। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও আমাদেরকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের কথা বলেন। এরপরই আমরা সোমদীপ্তাকে ১-২ মাছ ভালোভাবে অভ্যাস করিয়ে জুলাই মাস নাগাদ আবেদন করেছিলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। আগস্টের শেষ সপ্তাহে আমাদেরকে জানানো হয় ওর রেকর্ডের বিষয়ে।পড়াশোনাতেও সমান মেধাবী বলে জানিয়েছেন টেকনো ইন্ডিয়া স্কুলের-শিক্ষিকারা। টেকনো ইন্ডিয়া স্কুলের অধ্যক্ষা (Principal) মৌপিয়া উইলিয়াম জানান, "সোমদীপ্তার সাফল্যে আমরা গর্বিত।

May be an image of 5 people, people smiling, hospital, office and text
May be an image of book, magazine, poster and text

Latest