গতকাল সন্ধ্যায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে ইনসাফ যাত্রার ৩০ তম দিন কয়েক হাজার সিপিআইএম ও dyfi সমর্থক দের নিয়ে rally করেন মীনাক্ষী মুখার্জী, বিষ্ণুপুরের ভগৎ সিং বাইপাস মোর থেকে পায়ে হেঁটে র্যালি করে শহরের মধ্যস্থলে রবীন্দ্র স্ট্যাচু মোড়ে এসে অনুষ্ঠিত হয় এক জনসভা। বিষ্ণুপুরের মানুষ ছাড়াও আসে পাশের নানান গ্রামাঞ্চলের মানুষ বিকেল থেকে এসে ভিড় জমায় বাইপাস সংলগ্ন এলাকায়। । শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই এই র্যালি করছেন মীনাক্ষী মুখার্জী,এদিন ইনসাফ যাত্রার ৩০ তম দিনে বাঁকুড়ায় এসে তিনি বলেন "পশ্চিমবঙ্গের ভবিষ্যত এরাজ্যের ছাত্র যুবরাই ঠিক করবে"।