Skip to content

পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামের সামচ্যাংরা এলাকায় দিনে-দুপুরে জাতীয় সড়ক থেকে উঠে এল নরকঙ্কাল!

নিজস্ব সংবাদদাতা : দেশের ব্যস্ততম জাতীয় সড়ক গুলির মধ্যে অন্যতম ১৯ নম্বর জাতীয় সড়ক। বর্তমানে এই রাস্তারই পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। কাজ হচ্ছিল পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামের সামচ্যাংরা এলাকায়। কিন্তু, কে জানত সেখানেই মাটি খুঁড়তে গিয়ে উঠে আসবে একেবারে নরকঙ্কাল। শুনতে অবাক লাগলেও এদিন এমনই ছবি দেখা গেল ওই এলাকায়। ভয়ে চিৎকার করে উঠলেন শ্রমিকরা। জমল কৌতূহলী জনতার ভিড়।পুলিশ এসে কঙ্কালের ১০ থেকে ১২টি অংশ সোজা জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে চলে যান। সেখানে চিকিৎসকেরা সবটা খতিয়ে দেখেন। তাঁদের অনুমান এটা মানুষেরই কঙ্কাল। এমনকী ১০ থেকে ১২ বছরের পুরনো। যদিও আরও নিশ্চিত হতে উদ্ধার হওয়া কঙ্কালের অংশ বৃহস্পতিবার ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে চলেছে পুলিশ। একইসঙ্গে মৃত্যুর কারণ নিয়েও ধোঁয়াশা কাটাতে চাইছেন তদন্তকারীরা।

Latest