Skip to content

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞ!

নিজস্ব সংবাদদাতা : চলছে জগন্নাথ মন্দির উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি। সোমবার ২৮শে এপ্রিল দুপুর ১২টা নাগাদ হেলিকপ্টারে নিউ দিঘার হেলিপ্যাড ময়দানে নামেন মুখ্যমন্ত্রী। দিঘা জগন্নাথ ধামে যজ্ঞকুণ্ড, কলসস্থাপন করা হয়েছে দেশের বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে মঙ্গল-কলসে করে আনা হয়েছে জল। মূল পুজো শুরু ২৮ এপ্রিল সোমবার রাত থেকে। পরদিন সকালে অর্থাৎ ২৯ এপ্রিল সূচনা মহাযজ্ঞের। বিকেলে সহোদর ভাইবোন- সহ জগন্নাথদেবকে ঘুম পাড়ানোর জন্য শয়ন করানো হবে। খাট তৈরি করা হয়েছে। ফুল দিয়ে সাজানো হবে। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সকালে প্রাণ প্রতিষ্ঠা। তারপর স্নান পর্ব। ভগবানের অভিষেক। ৫৬ ভোগ নিবেদন করা হবে। দরজা খুলবে মন্দিরের। ঠিক তার পরেই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে জন সাধারণের জন্য।

Latest