Skip to content

বাংলার ঐতিহাসিক পূর্ব মেদিনীপুরের দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হল!

নিজস্ব সংবাদদাতা : অক্ষয় তৃতীয়ায় দিনে পূর্ব মেদিনীপুরের দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বার খুলে দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুরের ৩টে বেজে ১৫ মিনিট মাহেন্দ্রক্ষণে এই মন্দিরের উদ্বোধন করেন তিনি । ঘোষণা করেন, রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছে যাবে মন্দিরের প্রসাদ ও ছবি । মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে রাজ্যবাসী, স্থানীয় প্রশাসন, ইসকনের রাধারমন দাস, পুরীর রাজ পরিবারের প্রতিনিধি রাজেশ দ্বৈতাপতি, হিডকো এবং নির্মাণে যুক্ত সকল শিল্পী ও কর্মীদের ধন্যবাদ জানান। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান স্থানীয় জনগণের প্রতি, যাঁদের সহযোগিতা ছাড়া এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হত না। শুধু রাজ্যেই নয়, সারা দেশের খ্যাতনামা ব্যক্তিত্বদের কাছেও তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Latest