নিজস্ব সংবাদদাতা : অক্ষয় তৃতীয়ায় দিনে পূর্ব মেদিনীপুরের দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বার খুলে দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুরের ৩টে বেজে ১৫ মিনিট মাহেন্দ্রক্ষণে এই মন্দিরের উদ্বোধন করেন তিনি । উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলগুলির নেতা দিলীপ ঘোষ। স্ত্রী রিঙ্কুকে নিয়ে মন্দির পরিদর্শন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মঙ্গলবারই দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তিনি আমন্ত্রণ পেয়েছেন। দিঘার মন্দিরে যেতে তাঁর কোনও আপত্তি নেই। তাঁর এই বক্তব্যে জল্পনা বাড়ে রাজনৈতিক মহলে। আর বুধবার দেখা গেল সস্ত্রীক সেখানে গেলেন তিনি। তাঁকে মন্দিরে অভ্যর্থনা জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
দীঘার জগন্নাথ মন্দিরে এলেন সস্ত্রীক দিলীপ ঘোষ!
