নিজস্ব সংবাদদাতা : এসআইআর শুরুর আগেই বদল হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের প্রাক্তন জেলাশাসক পূর্ণেন্দু মাঝির। তাঁর জায়গায় নতুন জেলা শাসকের দায়িত্ব ভার গ্রহণ করেছেন ইউনিস ইসমাইল। তবে এই পূর্ণেন্দু মাঝিকে দেওয়া হয়েছে নতুন পদ। এবার থেকে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দায়িত্ব সামলাবেন তিনি।পশ্চিমবঙ্গ সরকারের ‘নগর উন্নয়ন ও পৌর বিষয়ক’ বিভাগ থেকে মঙ্গলবার জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। সেখানেই এই দফতরের স্পেশ্যাল সেক্রেটারি হিসাবে পূর্ণেন্দু মাঝিকে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে নিয়োগ করা হয়েছে। এর আগে গত ৩ নভেম্বর জারি করা অন্য একটি বিজ্ঞপ্তিতে হলদিয়া উন্নয়ন পর্ষদের অতিরিক্ত কার্যভার থেকে অব্যাহতি দিয়ে সুরজিৎ পণ্ডিতকে ‘দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের’ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করা হয়েছিল। পূর্ববর্তী এক্সিকিউটিভ অফিসার নীলাঞ্জন মণ্ডল-কে হলদিয়া উন্নয়ন পর্ষদের অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার পদে বদলি করা হয়েছিল। তারপরই মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে সরকারি ভাবে জানানো হয় যে এবার থেকে ‘দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের’ প্রধান হিসাবে দায়িত্বভার নিচ্ছেন পূর্ণেন্দু মাঝি।