নিজস্ব সংবাদদাতা : জাতীয় সড়কের ধারে বিশ্বকর্মা পুজোর মেলার মধ্যে ঢুকে পড়ল চলন্ত লরি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজন দোকানদারের। ২১শে সেপ্টেম্বর রবিবার রাত ১১.১৫ মিনিট নাগাদ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অন্তর্গত মেছোগ্রামে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে বিশ্বকর্মা পুজো উপলক্ষে মেলা চলাকালিন একটু ট্রাভেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় প্রবেশ করে।

এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে।পাশাপাশি এই ঘটনা আহত হয়েছেন একাধিক। আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তমলুক এবং কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাই অনুমান। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার পর ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।হাওড়া-খড়গপুর জাতীয় সড়কের ধারে মেছোগ্রামের কাছেই বিশ্বকর্মা পুজোর মেলা চলছে। আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।