Skip to content

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের বিরুদ্ধে পুলিশের কাছেই অভিযোগ জানানোর জন্য চালু হলো নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার!

1 min read

নিজস্ব সংবাদদাতা : মদ্যপ অবস্থায় গাড়ি চালালে এবার অপরাধী গণ্য করা হবে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে পুলিশের কাছেই অভিযোগ জানানোর জন্য চালু হলো নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার। উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার। অনেক সময় পুলিশের কাছ থেকে সাধারণ মানুষদের পেতে হয় দুর্ব্যবহার। অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবে সাধারণ মানুষের অভিযোগ নিতে অস্বীকার করে থানা। এবার পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ জানানোর জন্য একটি whatsapp নাম্বার সর্বসাধারণের জন্য চালু করলেন। নম্বরটি হল ৭০৪৭৯৮৯৮০০। এই নাম্বারে whatsapp করে অভিযোগ জানালে জেলা পুলিশ হেডকোয়ার্টার থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। এছাড়াও ট্রাফিক ব্যবস্থা নিয়েও তিনি বলেন, যারা ট্রাফিকের কাজ করবেন সেই সমস্ত পুলিশ অফিসারের বুকে যেনো ক্যামেরা থাকে। আর যদি ক্যামেরা না থাকে তাহলে সরাসরি পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ জানাতে। পাশাপাশি যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালান তাদেরও সতর্ক করলেন পুলিশ সুপার।

Latest