নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার দক্ষিণ ইটাবেড়িয়া এলাকাতে । পঞ্চম বার কন্যা সন্তান হওয়ায় চরম সিদ্ধান্ত নিলেন পূর্ব মেদিনীপুর জেলার এক দম্পতি। এলাকাবাসীর অভিযোগ ওই দম্পতি তাদের সদ্যোজাত পঞ্চম কন্যা শিশুর জন্মের পরেই করেছেন ভয়ঙ্কর কাজ। অবশ্য অভিযোগ ওঠার পর পুলিশের তৎপরতায় তাঁরা বুধবার রাতে নিজেদের শিশুকন্যাকে বাড়িতে ফিরিয়ে এনেছেন। যদিও বাবা-মায়ের দাবি, শিশুকন্যাকে বিক্রি করা হয়নি। দারিদ্র্যতার কারণে মেয়ের খাবার জোগাড় করতে পারছিলেন না। তাই লেখালেখি করে নিঃশর্তভাবে এক নিঃসন্তান দম্পতিকে দান করেছিলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। থানার ওসি সুরজ আশ বলেন, শিশুকন্যা বর্তমানে বাড়িতেই রয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে। পাশাপাশি সমগ্র পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ইটাবেড়িয়ার বাসিন্দা খোকন মাইতি ও কল্পনা মাইতি।