নিজস্ব সংবাদদাতা :  SIR আতঙ্কে তোলপাড় রাজ্য রাজনীতি। জানা গেছে যে কাগজপত্র ঘাঁটতে গিয়ে ওই ব্যক্তির হাতে পড়ে বাবার ভোটার কার্ড। সেখানে বাবার ভুল নাম চোখে পড়ে। সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ ওঠে। মৃত শেখ সিরাজউদ্দিন পূর্ব মেদিনীপুরের রামনগরের  কাঁটাবনির বাসিন্দা।  জানা গিয়েছে, সিরাজ দীর্ঘদিন জাপানে ছিলেন। দিঘাতেও তাঁর একটি হোটেল রয়েছে। সম্প্রতি রামনগরের গোবরার বাড়িতে ফেরেন তিনি।সম্প্রতি SIR নিয়ে আলোচনা শুরু হতেই পুরোনো ভোটার তালিকা যাচাই করা শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গ্রামেই একটি আলোচনা সভায় ২০০২-এর ভোটার তালিকা নিয়ে আলোচনার মাঝেই তিনি লক্ষ্য করেন, ২০০২-এর ভোটার তালিকায় তাঁর বাবার নামে কিছু ত্রুটি রয়েছে। বিষয়টি নিয়ে রাত থেকেই চিন্তায় পড়ে যান তিনি। সোমবার সকালে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।