Skip to content

ভুয়ো শিক্ষক নিয়োগ মামলায় ফের গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক!

পূর্ব মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন: পূর্ব মেদিনীপুরের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক ভুয়ো শিক্ষক নিয়োগ মামলায় ফের গ্রেফতার হলেন । আরও এক ভুয়ো শিক্ষককে নিয়োগ দেওয়ার অভিযোগে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোককুামর হাটুয়াকে গ্রেফতার করেছে সিআইডি। এর আগেও এক ভুয়ো শিক্ষককে নিয়োগ দেওয়ায় তাঁকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। জামিন পাওয়ার কয়েক মাসের মধ্যে ফের গ্রেফতার হলেন তিনি। গত বছর রাজ্যের সমস্ত সরকার পোষিত স্কুলের শিক্ষকদের সমস্ত নথি ফের ডিআই অফিসে জমা দিতে নির্দেশ দেয় বিকাশ ভবন। সেই নথি খতিয়ে দেখা যায় খামারচক হাই স্কুলের শিক্ষক অয়নকুমার দাসের নিয়োগ ভুয়ো। ২০০৯ সালে চাকরিতে নিযুক্ত ওই শিক্ষক SSC পরীক্ষাই দেননি। তার পরেও চাকরি পেয়েছেন তিনি। তদন্তে নেমে সিআইডি জানতে পারে, মোটা টাকার বিনিময়ে দুর্নীতি করে অয়নকুমার দাসকে স্কুলে নিয়োগ করেছিলেন স্কুলের সদস্য অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক অশোককুমার হাটুয়া। বিষয়টি প্রকাশ্যে আসার পর গত ৬ মার্চ তমলুক থানায় অভিযোগ দায়ের করেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পলাশ রায়। সেই অভিযোগের ভিত্তিতে এদিন অশোকবাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

Latest