Skip to content

পূর্ব মেদিনীপুর জেলায় একটি স্কুলের ৬ শিক্ষকের ৪ জন বিএলও ডিউটি, ১৪৪ জন ছাত্র- ছাত্রী নিয়ে কিভাবে চলবে স্কুল?

নিজস্ব সংবাদদাতা :  স্কুল চালানোর পাশাপাশি বিএলও-র দায়িত্ব বর্তায় শিক্ষকেরা কার্যত দিশেহারা।একাধিক স্কুলে সব শিক্ষকদের দেওয়া হয়েছে বিএলও-র দায়িত্ব। ফলে পঠনপাঠন শিকেয় ওঠার জোগাড়। তবে শিক্ষকদের একাংশ জানান, স্কুল বন্ধ না রেখে ভাগাভাগি করে বিএলও-র দায়িত্ব সামলাতে চান। নির্বাচন কমিশনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ৪ঠা নভেম্বর মঙ্গলবার থেকে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে SIR (Special Summary Revision of Electoral Roll) প্রক্রিয়া। এই উদ্যোগের ভোটার তালিকা সংশোধন, নাম সংযোজন ও তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে জোরকদমে। এদিকে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকের মথুরি ২ নং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ৬ জন। ছাত্র- ছাত্রী সংখ্যা মোট ১৪৪ জন।৬ শিক্ষকের ৪ জন পেয়েছেন বি এল ও’র ডিউটি। কিভাবে এত ছাত্রছাত্রী সামলাবেন মাত্র ২ জন শিক্ষক সেই নিয়ে চিন্তায় জেরবার শিক্ষক শিক্ষিকারা। শিক্ষকরা অবশ্য জানিয়েছেন, এস আই আর এর কাজ সেরে স্কুলে আসবেন, ফের স্কুল শেষে কাজে নামবেন, চাপ হলেও দুটো কাজ সমান গুরুত্বপূর্ণ, তাই গুরুত্ব দিয়েই কাজ সামলাতে তৈরি শিক্ষকরা।

Latest