নারায়ণ চন্দ্র নায়ক : সর্বভারতীয় যুব সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এ আই ডি ওয়াই ও)'র পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে গতকাল ও আজ (৮-৯ নভেম্বর) দুদিন ব্যাপী জেলা যুব উৎসব অনুষ্ঠিত হয় তমলুকের বল্লুক বীনাপানি গার্লস হাইস্কুল মাঠে। সংগঠনের জেলা সম্পাদক আশীষ দোলাই বলেন,দেহে-মনে-রুচি-সংস্কৃতিতে মর্যাদাময় জীবনবোধ গড়ে তুলতে মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষে এবং বিদ্রোহ কবি নজরুলের অর্ধশত প্রয়ান বার্ষিকীতে এই জেলা যুব উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথমেই সংগঠনের রক্তপতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন সংগঠনের রাজ্য সম্পাদক মলয় পাল। শহীদ বেদীতে মাল্যদান করেন এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অরুন জানা,সংগঠনের সভাপতি মঞ্জুশ্রী মাইতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। মলয় পাল বলেন "মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সার্ধশতবর্ষ ও বিদ্রোহী কবি নজরুলের অর্ধশত প্রয়াণবার্ষিকী উপলক্ষে এবং যুব জীবনের অসহনীয় সমস্যার সমাধানের দাবিতে ও দেহে-মনে-রুচি-সংস্কৃতিতে মর্যাদাময় জীবনবোধ গড়ে তুলতে এই যুব উৎসব কার্যকরী ভূমিকা পালন করবে।"যুব উৎসবে ভলিবল,মিনি ফুটবল,তাৎক্ষণিক বক্তৃতা, একাঙ্ক নাটক,রোডরেস,স্বরচিত কবিতা পাঠের প্রতিযোগিতা হয়। ৮ দলীয় মিনি ফুটবলে চ্যাম্পিয়ন হয় নন্দীগ্রামের বিদ্যাসাগর স্মরণ সমিতির টিম। ১২ দলীয় ভলিবলে চ্যাম্পিয়ান হয় ময়না ভলিবল একাডেমি। যুব উৎসব উপলক্ষে নোনাকুড়ি শহীদ ভগত সিং ভবনে আজ ছিল আলোচনা শিবির। যুব সংগঠনের উপদেষ্টা নভেন্দু পাল বর্তমান সমাজে যুবক যুবতীদের মনুষ্যত্বের উত্তরণ ঘটিয়ে দেহে-মনে-রুচি-সংস্কৃতিতে কিভাবে প্রকৃত যুবক হওয়া যায়-এই বিষয়ে স্বাধীনতা আন্দোলনের নানান মনীষীর বাণী সম্বলিত উৎসাহব্যঞ্জক আলোচনা করেন।