Skip to content

অবশেষে খুলল পুরী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার!

নিজস্ব সংবাদদাতা :  অবশেষে,৪৬ বছর পর খুলল পুরীর মন্দিরের রত্নভাণ্ডার। আজ, রবিবার ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানিয়ে দেওয়া হল, চার দশক পরে আজ দুপুর দেড়টা নাগাদ খোলা হয়েছে শ্রী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার।গতকাল থেকেই এই রত্নভাণ্ডার খোলা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। বলা হচ্ছিল, দশম-একাদশ শতকে নির্মিত প্রাচীন ও অত্যন্ত সমৃদ্ধ জগন্নাথ মন্দিরের বিখ্যাত রত্নভাণ্ডার পাহারা দেয় নানা বিষধর সাপ। যদিও সেবায়েতরা আশ্বস্ত করেছিলেন, এমনটা কিছুই নয়। মন্দিরের ফাঁকফোকর গলে কিছু সাপখোপ ঢুকে থাকতে পারে। কিন্তু ওইটুকুই। যদিও প্রশাসন কোনও ঝুঁকি নিতে চায়নি। চিকিৎসক, সাপুড়ে-সহ সবরকম ব্যবস্থাই রাখা হয়েছিল।কাজ চলাকালীন রত্নভাণ্ডারের বহুমূল্য সামগ্রী কাঠের বাক্সে করে মন্দির চত্বরেই অন্য একটি জায়গায় রাখা হবে। সেখানে ২৪ ঘন্টা সিসিটিভি পর্যবেক্ষণে থাকবে রত্নসামগ্রী। তাদের মূল্য নির্ধারণের প্রক্রিয়াও চলবে। যার জন্য ওড়িশা সরকার সরাসরি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সাহায্য চেয়েছে। জানিয়েছেন আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন।

Latest