Skip to content

পুরীতে রথ টানার সময় হুড়োহুড়িতে দমবন্ধ হয়ে ভক্তের মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা : ৫৩ বছর পর বিরল যোগের কারণে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির দিন বিকেলে রথের রশিতে টান পড়েছে এবার। একই কারণে এবার দুই দিন ব্যাপি রথযাত্রা পুরীতে। আজ কিছু দূর গড়িয়েই থেমে গেল রথের চাকা। ফের কাল শুরু হবে যাত্রা। নিয়ম মতো জগন্নাথ, বলরাম বা বলভদ্র এবং সুভদ্রাদেবী মাসির বাড়ি গুণ্ডিচার উদ্দেশে রওনা হলেন।রবিবার ৭ই জুলাই বিকেল ৫টা ২০ নাগাদ নিয়ম মেনে মাসির বাড়ির উদ্দেশে জগন্নাথ দেবের যাত্রা শুরু হয়েছিল। সেই সময় কয়েক হাজার পুণ্যার্থী পবিত্র রথের রশি টানছিলেন। তখনই হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বলে জানা গিয়েছে। ঘটনায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ভক্ত। আহত হয়েছেন বেশ কয়েক জন।

Latest