Skip to content

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাড়াও লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অফ ইকনমিক্সের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে!

কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের আমন্ত্রণপত্র।

নিজস্ব প্রতিবেদন : সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে মোট তিনটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথমত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজ থেকে আগেই মেল্ এসেছিলো। এবার লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফে দীপ্তেন্দু রায় সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়ণের বিষয়ে আলোচনাসভায় বক্তব্য রাখার আমন্ত্রণ পত্র পাঠান। মুখ্যমন্ত্রীর আলোচ্য বিষয় থাকবে ‘সামাজিক উন্নয়ন: শিশু ও নারী ক্ষমতায়ণ’। প্রথম সেমিনার আগামী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে। তারপর লন্ডন স্কুল অফ ইকনমিক্স। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মাইল এন্ড ইনস্টিটিউট-এর চ্যাথাম হাউসে আলোচনাসভায় সংস্থার শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষাবিদদের সামনে তাঁর সরকারের নারী ক্ষমতায়ণ কেন্দ্রিক নীতি, রাজনৈতিক কৌশল এবং শাসন মডেল ব্যাখ্যা করার আমন্ত্রণ এসেছে। আমন্ত্রণ জানানো হয়েছে ডিরেক্টর সোফিয়া কোল্লিগননের তরফে।

Latest