নিজস্ব সংবাদদাতা : বিদ্যালয়ের কুইজ ক্লাব প্যানজিয়ার উদ্যোগে দ্বিতীয় বর্ষ আন্তঃ বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের সম্মিলনী কক্ষে। রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়গুলি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল এই প্রতিযোগিতায়। মেদিনীপুর শহর, শহরতলী এবং জঙ্গলমহলের পনেরটি বিদ্যালয় এতে অংশগ্রহণ করেছিল।

কুইজ মাস্টার হিসেবে উপস্থিত ছিলেন মনিকাঞ্চন রায়, মৃত্যুঞ্জয় সামন্ত এবং সাগরময় জানা। চ্যাম্পিয়ন হয়েছে শালবনীর মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ, দ্বিতীয় হয়েছে খাদিবাঁধ কোকিল মনি হাইস্কুল এবং তৃতীয় হয়েছে শালবনীর ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল। উপস্থিত সবাইকে শংসাপত্র দেওয়া হয়।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে বিদ্যালয়ের ট্রফি এবং ব্যক্তিগত ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে কুইজ ক্লাবের দুই আহ্বায়ক উপস্থিত সবার উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।