Skip to content

রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আবাস যোজনা ও ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে ঐতিহাসিক পদযাত্রায় !

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সভা থেকে নির্দেশ দিয়েছিলেন ডিসেম্বর মাসের ২ ও ৩ তারিখ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দলীয় কর্মীদের দিকে দিকে মিছিল করতে। সেই মতো রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীরা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মিছিল করেন। তার সাথে মেদিনীপুরে বিধায়িকা নেতৃত্বে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকরা ১০০ দিনের বকিয়ার টাকা পাওনা এবং আদিবাসী দের অপমানের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। রবিবার বিকেল পাঁচটায় বিদ্যাসাগর হল প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় রিংরোড পরিক্রমা করে গান্ধী মূর্তি পাদশে এসে বিক্ষোভ দেখায়। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশ পুতুল দাহ করা হয়। বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে গঙ্গাজল দিয়ে ধুয়ে আদিবাসী বিধায়কদের অপমান করার ও ১০০ দিনের বকেয়ার দাবিতে স্লোগান ওঠে মিছিলে। ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা পাশাপাশি আবাস যোজনা প্রকল্প সহ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছেন কেন্দ্রীয় সরকার। প্রাপ্য টাকা থেকে রাজ্যের মানুষ বঞ্চনার স্বীকার হচ্ছেন। তাদের প্রাপ্য টাকা কেন দেবেন না কেন্দ্র সরকার তারই প্রতিবাদে মানুষের কাছে তুলে ধরতে তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভ মিছিল।

Latest