নিজস্ব প্রতিবেদন : রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে এসে ভজন গেয়ে মাতিয়ে দিলেন কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। বেলুড় মঠের অভেদানন্দ কনভেনশন সেন্টারে এ দিন রামকৃষ্ণ মিশনের ১২৫ বর্ষপূর্তি উপলক্ষে ডাক বিভাগের পক্ষ থেকে একটি স্মারক স্ট্যাম্প প্রকাশ করা হয়। ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে একটি বিশেষ মুদ্রাও প্রকাশিত হয়। এই দুই স্মারকের উদ্বোধন উপলক্ষেই বেলুড়ে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল।মন্ত্রী আদতে রাজস্থানের বাসিন্দা। সে কথা উল্লেখ করে স্বামী বিবেকানন্দের রাজস্থান-যোগ নিয়ে একের পর এক কাহিনি তুলে ধরেন তিনি। মাউন্ট আবু ও খেতড়ির রাজার সঙ্গে স্বামীজির ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও উল্লেখ করে মন্ত্রী। স্বামীজির খেতড়ির অবস্থানকালের একটি ঘটনার প্রসঙ্গ টানেন অর্জুনরাম মেঘওয়াল।
রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে কয়েক দিন ধরেই নানা অনুষ্ঠান চলছে বেলুড় মঠে!
