Skip to content

মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবীন্দ্র-নজরুল স্মরণ সন্ধ্যা!

নিজস্ব সংবাদদাতা :  মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে অবস্থিত পূর্বতন ডিসিসিআই সভগৃহে ঘরোয়া ভাবে অনুষ্ঠিত হলো রবীন্দ্র-নজরুল স্মরণ সন্ধ্যা।দুই কবির প্রতিকৃতিতে মাদ্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।স্বাগত বক্তব্য রাখেন কুইজ কেন্দ্রের সদস্য সুভাষ জানা।সভায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান সদস্য গৌতম বসু। কুইজ কেন্দ্রের সদস্য-সদস্যারা, কূইজ কেন্দ্র পরিবারের ছোটরা এবং অতিথি শিল্পীরা আলোচনা, কুইজ,আবৃত্তি, সঙ্গীত,যন্ত্রসংগীত ও নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিশিষ্ট সংগীতগুরু জয়ন্ত সাহা সঙ্গীত শিল্পী রথীন দাস,মুন্ডলিকা বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক সঙ্গীতশিল্পী প্রজাপতি ভট্টাচার্য, বিশিষ্ট তবলিয়া তাপস গুইন,সংস্কৃতি প্রেমী শ্বেতা মাইতি প্রমুখ। অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন রথীন দাস, প্রজাপতি ভট্টাচার্য, সংগীতা গুঁইন,আবৃত্তি পরিবেশন করেন অহর্ষি দে,মেখলা মাইতি। কুইজ কেন্দ্রের পক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সান্দ্রস্নিগ্ধ চৌধুরী,শ্রেয়শ সাউ,আরুষি রায়,সৌর জানা,অন্তরা বসু জানা, সুতপা বসু,আল্পনা দেবনাথ বসু,শবরী বসু সহ অন্যান্যরা। আলোচনায় অংশ নেন জয়ন্ত সাহা ও সুদীপ কুমার খাঁড়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্নেহাশিস চৌধুরী। এছাড়াও এদিনের ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চঞ্চল হাজরা,সৌনক সাউ, শুভ্রাংশু শেখর সামন্ত, মৃন্ময়ী খাঁড়া, নরসিংহ দাস,প্রিয়াংকা মাইতি,শুভরাজ আলি খান ,মনীষিতা বোস, মোনালিসা দে সহ অন্যান্যরা।

Latest