Skip to content

রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের ৬৯তম প্রতিষ্ঠা দিবস!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের (স্বশাসিত) ৬৯তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান হয় আজ শুক্রবার ২২শে আগস্ট কলেজের বিধানচন্দ্র রায় মেমোরিয়াল সভাকক্ষে। প্রথম পর্বে মাঙ্গলিক অনুষ্ঠান দিয়ে প্রতিষ্ঠা দিবসের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও বৈদিক মন্ত্রপাঠের মাধ্যমে। এদিন উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডঃ জয়ন্ত কিশোর নন্দী,মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি,অধ্যক্ষ ডঃ অর্জুন মুখোপাধ্যায়,কলেজের পরিচালন সমিতির ও অ্যাকাডেমিক কমিটির সদস্যগণ। দেশ স্বাধীন হওয়ার পরে ভারতের পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গের সব জেলায় কলেজ তৈরির সিদ্ধান্ত হয়েছিল। মেয়েদের জন্য আলাদা কলেজের ভাবনাও তখনকারই।

সেই মতো ১৯৫৭ সালের ২২ অগস্ট ঐতিহাসিক গোপ প্রাসাদে এই মহিলা কলেজের পথ চলা শুরু। কলেজ পত্তনের পিছনে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের প্রেরণা এবং শ্রীমতী অঞ্জলি খান ও তাঁর স্বামী অমরেন্দ্রলাল খানের অবদান অনস্বীকার্য। কলেজের জন্য গোপ প্রাসাদ ও সংলগ্ন ৪৮ একর জমি দান করেছিলেন অঞ্জলি ও অমরেন্দ্রলাল। এই কলেজের সঙ্গে জড়িয়ে রয়েছে গৌরবের ইতিহাসও।

১৮০০ সালের ৩০ জুন কর্ণগড়ের রানি শিরোমণি মেদিনীপুরের জমিদারি নাড়াজোলের আনন্দলাল খানকে দানপত্র করেন। ক্রমে আনন্দলাল নাড়াজোল ও কর্ণগড় দুই জমিদারের মালিক হয়ে ওঠেন। আনন্দলালের পৌত্র মহেন্দ্রলাল খান রাজা উপাধি পান ১৮৮৭-তে। মহেন্দ্রলালের মৃত্যুর পরে তাঁর পুত্র নরেন্দ্রলাল খান নাড়াজোলের সম্পত্তির উত্তরাধিকারী হন। ১৮৯৫ সালে লর্ড এলগিন তাঁকে রাজা উপাধি দেন। বাংলার স্বদেশি আন্দোলনের ইতিহাসে নরেন্দ্রলাল খান স্মরণীয় নাম। স্বাধীনতা আন্দোলনের জন্য নরেন্দ্রলাল প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। ভারতের জাতীয় পতাকার রূপকার হেমচন্দ্র দাস কানুনগো তাঁরই অর্থসাহায্যে প্যারিসে বোমা তৈরির কৌশল শিখতে যান। সেটা ১৯০৬ সাল। ১৯০৯-এ রাজদ্রোহিতার অভিযোগে ইংরেজ সরকার নরেন্দ্রলালের রাজা উপাধি কেড়ে পর্যন্ত নেয়। ১৯২০ সালে নরেন্দ্রলালের মৃত্যুর পরে তাঁর পুত্র দেবেন্দ্রলাল খান জমিদার হন। তিনিও বাবার মতো দেশপ্রেমে দীক্ষিত ছিলেন। নাড়াজোল রাজাদের গোপ প্রাসাদ তখন ছিল মেদিনীপুরের বিপ্লবীদের গোপন ডেরা। আনুমানিক ১৮৯৫ সালে তৈরি এই গোপ প্রাসাদে মাটির নীচে গুপ্ত কুঠুরি ছিল। সেখানেই বিপ্লবীদের গোপন সভা হত। দেবেন্দ্রলালের আমলে মোহনদাস কর্মচন্দ গাঁধী, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্ব গোপ প্রাসাদে এসেছেন। দেবেন্দ্রলালের পুত্র আর পুত্রবধূ হলেন অমরেন্দ্রলাল আর অঞ্জলি। শুরুতে কলেজে পড়ুয়ার সংখ্যা ছিল ৩০ জন। এরমধ্যে ৫ জন ছিলেন আবাসিক।

Latest