Skip to content

রাম নবমী উপলক্ষে মেদিনীপুর গান্ধীঘাটে রাম সীতার মন্দির পূজা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : হিন্দু দেবতা রাম বিষ্ণুর সপ্তম অবতার। হিন্দু ধর্মগ্রন্থগুলিতে তাঁকে অযোধ্যার রাজা বলে সম্বোধন করা হয়েছে। আজকের শুভ দিনই ভূমিষ্ঠ হয়েছিলেন অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যা জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র।দেশ জুড়ে বিভিন্ন জায়গায় পূজিত হন রামচন্দ্র।তেমনই মেদিনীপুরের শহরের বিভিন্ন জায়গা জুড়ে প্রভু রামচন্দ্রের পূজনের ছবি দেখা দিল। রামনবমী উপলক্ষে মেদিনীপুরের ভিড় ছিল ভালই।  মেদিনীপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া রামনবমী উপলক্ষ্যে মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাটে রাম সীতা হনুমান মন্দিরে পুজো করলেন।জুন মালিয়া সকলের মঙ্গল কামনায় ও শান্তি ও সুখের জন্য পুজো করেন। পরে জানান রাম কারো একার নন যে কেউ রামনবমী পালন করতে পারেন। তবে রামের নামে কেউ ধর্মীয় উন্মাদনা করবেন,অন্য ধর্মের প্রতি বিরুদ্ধাচরণ করবেন এটার তিনি প্রতিবাদ করবেন। উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে কয়েকশো ভক্ত বৃন্দ।

May be an image of 10 people, flute, temple and text

Latest