Skip to content

রবিবার সকালে গোপনন্দিনী মন্দিরে রামনবমীর পুজোতে যোগ দিলেন দিলীপ ঘোষ!

নিজস্ব সংবাদদাতা : রবিবার সকালে মেদিনীপুর গোপনন্দিনী মন্দিরে রামনবমীর পুজোতে যোগ দিলেন প্রাক্তন সাংসদ  দিলীপ ঘোষ।মেদিনীপুর শহরের সিপাইবাজারের জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের পর মেদিনীপুর শহরের গোপগড় এলাকায় গোপনন্দিনী মন্দিরে পৌঁছে গেলেন দিলীপ ঘোষ। তারপরে বুলেট নিয়ে মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া বাজারে পৌঁছে যান দিলীপ ঘোষ। তবে তার আগে, সকালের হাঁটার সময় তিনি যে মন্তব্য করেছিলেন, তা রীতিমতো হুঁশিয়ারির সুরে ভরা। তিনি বলেন, “জয় শ্রীরাম বললে যাঁদের বুক দুড়দুড় করে, তাঁরা আজ রাস্তায় বার হবেন না। হার্ট অ্যাটাক করতে পারে। কারণ সারা সমাজ আজ জয় শ্রীরাম বলছে।

Latest