Skip to content

মেদিনীপুরের রানী শিরোমনি এক্সপ্রেস ট্রেন থেকে মৃত-দেহ উদ্ধার হল এক বৃদ্ধের!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ৯ই জানুয়ারী শুক্রবার পশ্চিম মেদিনীপুরে আদ্রা-হাওড়া রানি শিরোমণি এক্সপ্রেসে ট্রেন থেকে এক যাত্রীর নিথর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ।আদ্রা-হাওড়া রানি শিরোমণি এক্সপ্রেসে এক প্রবীণের রহস্যমৃত্যু। মৃতের নাম মাল্লাপ্পা (৬৩)। তাঁর বাড়ি কর্নাটকের ইয়াদগির জেলায়। আদ্রা থেকে ট্রেনে উঠেছিলেন তিনি। মেদিনীপুর স্টেশনে সকাল সাড়ে সাতটা নাগাদ ট্রেনটি থামার পরে জেনারেল কামরা থেকে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার হয়। এর পরে রেলের চিকিৎসককে সেখানে ডাকা হলে তিনি এই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। ৯ জানুয়ারী শুক্রবারসকাল সাড়ে সাতটা নাগাদ মেদিনীপুর স্টেশনে ট্রেনটি ঢোকার পর ট্রেনের যাত্রীরাই আরপিএফকে খবর দেয় যে কামরার মধ্যে এক ব্যক্তি সিটের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। খবর পেয়েই তড়িঘড়ি ওই কামরায় পৌঁছয় আরপিএফ ও জিআরপি কর্মীরা। তারা এসে ওই ব্যক্তিকে নামান। পরে মেডিক্যাল টিম এসে পর্যবেক্ষণ করে জানিয়ে দেয় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

Latest