নিজস্ব সংবাদদাতা: পাঁশকুড়ার সরকারি হাসপাতালে চাঞ্চল্যকর অভিযোগ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। অভিযুক্ত নাম জাহির আব্বাস খান। মঙ্গলবার তাঁকে তমলুক আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এবার এই ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করল ‘তিলোত্তমা মঞ্চের প্রতিনিধি দল’। জানা গিয়েছে, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে রিলাবেল ফেসিলিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের অধীনে অস্থায়ী 'ওয়ার্ড গার্ল' হিসেবে কাজ করতেন একাধিক মহিলা ৷ তাঁদের অভিযোগ, সংস্থার ফেসিলিটি ম্যানেজার হাসপাতালের ভিতরে ডেকে দিনের পর দিন ধর্ষণ করতেন ৷
গ্রেফতার অভিযুক্তকে জাহির আব্বাস খান বলেছিলেন বাইরে কাউকে জানালে চাকরি হারানোর ভয় দেওয়া হত তাঁদের ৷ এমনকী মুখ বন্ধ রাখার জন্য তাঁদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হত বলেও অভিযোগ নির্যাতিতাদের ৷অবশেষে অভিযুক্ত ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে সোমবার পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক নির্যাতিতা ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ এরপর কোলাঘাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ ৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পাঁশকুড়া থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা ৷অন্যদিকে সকাল থেকেই উত্তপ্ত পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর।সকাল থেকেই হাসপাতালে বিক্ষোভ দেখায় রিলায়বেল কোম্পানীর কর্মচারীরা।হাসপাতালে সুপার ডা: কৌশিক ঢালের কাছে বচসায় জড়িয়ে পড়ে।