Skip to content

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের অভ্যন্তরে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ ও ব্লক এলাকায় পরপর মহিলা,শিশু,ছাত্রী সহ স্বাস্থ্যকর্মীর উপর থ্রেট কালচারের অভিযোগে পাঁশকুড়া ব্লকে ১২ ঘণ্টার বনধ্!

1 min read

নারায়ণ চন্দ্র নায়ক : পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত বেসরকারি সংস্থার মহিলা কর্মী গত পরশুদিন দিন-দুপুরে হাসপাতালেরই স্টোর রুমে ধর্ষিতা হয়েছে।পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে, ধর্ষণের অভিযোগে ধৃত ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। এছাড়াও গত কয়েক মাসে ওই থানা এলাকায় একাধিক ঘটনা ঘটেছে। কেশাপাট অঞ্চলের চিপস কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার এর দ্বারা ছোট্ট একটি শিশু আত্মহত্যা করেছিল কয়েক মাস আগে।

এরপর মেচগ্রামে গুরুকুল হাইস্কুলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মহাশয়ের দ্বারা এক ছাত্রী আত্মহত্যা করেছিল। আরো পরে কয়েকদিন আগে স্বাস্থ্য দপ্তরের থ্রেট কালচারের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যকর্মী আত্মহত্যা করেছে। সবশেষ ওই ধর্ষণের ঘটনা ঘটলো। সংবাদে প্রকাশ জাহির আব্বাস খান আরো কয়েকজন মহিলাকে ওইভাবে নির্যাতন করেছে। ওই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি,হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে থ্রেট কালচার বন্ধ,ওই ধরনের নির্যাতনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়,সেই দাবী সহ ডাক্তার-নার্স সহ সমস্ত মহিলা কর্মীদের নিরাপত্তার দাবীতে এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের পক্ষ থেকে আজ ১৬ সেপ্টেম্বর,সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের গেটে বিক্ষোভ প্রদর্শন এবং হাসপাতালে সুপার ডাঃ কৌশিক ধলের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। সন্ধ্যায় পাঁশকুড়া থানায় বিক্ষোভ প্রদর্শন করে আই সি কেও ডেপুটেশন দেওয়া হবে।

ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন,দলের পূর্ব মেদিনীপুর জেলা উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ন চন্দ্র নায়ক,পাঁশকুড়া লোকাল কমিটির সম্পাদক সুনীল জানা,জেলা কমিটির সদস্য তপন নায়ক,স্নেহলতা সাউ,মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সভানেত্রী সিক্তা মাজী প্রমূখ। বিকালে তমলুক ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে মিছিল সংগঠিত হয়। উক্ত ঘটনাসমূহের পরিপেক্ষিতে মঙ্গলবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে দলের পক্ষ থেকে এক সাংবাদিক আহ্বান করা হয়। সম্মেলনে দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি বলেন,পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের অভ্যন্তরে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ ও ব্লক এলাকায় পরপর মহিলা,শিশু,ছাত্রী সহ স্বাস্থ্যকর্মীর উপর থ্রেট কালচার ও খুনের ঘটনায় আবাসিক ও অভিভাবক,স্বাস্থ্যকর্মী সহ সর্বস্তরের মানুষজন মনে করেন ধারাবাহিকভাবে এই থ্রেট কালচার,প্রশাসনের গাছাড়া ভাব অপরাধীদের মাথায় তুলছে,আরও বেপরোয়া করছে। এ যেন নিত্যনৈমিত্তিক সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরই প্রতিবাদে আমাদের দল আগামী পরশুদিন ১৮ই সেপ্টেঃ পাঁশকুড়া ব্লকে ১২ ঘণ্টার বনধ্ ও জেলা জুড়ে প্রতিবাদ দিবস পালনের আহ্বান জানাচ্ছে। ওই সাংবাদিক সম্মেলনে প্রণববাবু ছাড়াও উপস্থিত ছিলেন, সম্পাদক মন্ডলী সদস্য নারায়ণ চন্দ্র নায়ক,মধুসূদন বেরা,অঞ্জন জানা ও পাঁশকুড়া লোকাল কমিটির সম্পাদক সুনীল জানা। উপরোক্ত কর্মসূচির পরও যদি স্থানীয় প্রশাসন,সরকারি কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন উপরোক্ত কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় তাহলে দল আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

Latest