Skip to content

"বিরল ভালোবাসা" স্তন ক্যানসারে আক্রান্ত প্রেমিকার মৃত্যু, মৃত প্রেমিকাকে বিয়ে করলেন প্রেমিক!

নিজস্ব সংবাদদাতা : স্তন ক্যানসারে আক্রান্ত প্রেমিকার মৃত্যুর পর ওই রাতে তাঁকে বিয়ে করেছিলেন প্রেমিক। মৃত প্রেমিকার নাম মৌলি মণ্ডল। প্রেমিক সাগর বারিক। পর দিন সেই মৃতদেহকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সদ্য বিবাহিতা স্ত্রীর মতো করেই বধূবরণ করেন। এবার অন্ত্যেষ্টির পর বাকি জীবনে স্ত্রীর স্মৃতি ধরে রাখতে সারা বাড়িতে তাঁর ছবি টাঙানোর ভাবনা করেন সাগর। জানা যায়, দীর্ঘ ৮ বছর তাঁরা ভালোবাসার সম্পর্কে ছিল। প্রেমিকা বউ এর স্মৃতি আজীবন যত্ন করে ধরে রাখতে চান তিনি। সোমবার সাগর বারিক বলেন, ‘‘আমার মা মৌলিকে মেয়ের মতো ভালোবাসতেন। তিনি খুবই ভেঙে পড়েছেন। মা চান আমাদের এই ভালোবাসা আমরা যেন কোনওদিন ভুলে না যাই।’’ সাগর আরও জানান, ‘‘এটা আমার বাড়ির শিক্ষা। যাঁকে ভালোবাসবে তাঁকে মন দিয়ে ভালোবাসো। সেই ভালবাসায় যেন কোনও খাদ না থাকে। সেই শিক্ষা থেকেই আমি মৌলিকে ভালোবাসায় কোনও খাদ রাখতে চাইনি। ও নেই তো কী হয়েছে যতদিন বাঁচব ওর ভালোবাসার স্মৃতি নিয়ে বাঁচবো।’’ অন্যদিকে মৃত্যুর পর মৌলির মৃত দেহকে বিয়ে করার বিষয়টি মেনে নিয়েছেন মৌলির পরিবারও। সাগর ও তাঁর পরিবারের মৌলির প্রতি ভালোবাসা ও কর্তব্য দেখে তাঁরা হতবাক।

Latest