Skip to content

রবিবার বিকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার তনুয়া বাঁধ এলাকায়!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : রবিবার বিকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার তনুয়া বাঁধ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে একটি প্রাইভেট গাড়ি মোহনপুর থানার তনুয়া বাঁধ এলাকায় কয়েকটি ইলেকট্রিকের খুঁটিতে পর পর ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ান জুলিতে উল্টে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে উদ্ধারের কাজ শুরু করে। ঘটনাস্থলেই মারা যায় ওই প্রাইভেট গাড়িতে থাকা রাজকুমার শাসমল , তার বয়স ৪৩ বছর, তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থানার বৈষ্ণব চক এলাকায়। স্থানীয় বাসিন্দারা ওই প্রাইভেট গাড়িতে থাকা গাড়ির চালকসহ মোট চারজনকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। আহত ওই চারজনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোহনপুর থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ রাজ কুমার শাসমল এর মৃতদেহটি উদ্ধার করে । সেই সঙ্গে ঠিক কি কারনে ওই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে মৃত ও আহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

Latest