Skip to content

রবিবার সন্ধে নাগাদ মহারাষ্ট্রের কাসারা ও ইগাতপুরীর মাঝামাঝি জায়গায় আচমকাই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির দুটি কামরা!

1 min read

নিজস্ব প্রতিবেদন : সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধে সাড়ে ছ'টা নাগাদ মহারাষ্ট্রের কাসারা ও ইগাতপুরীর মাঝামাঝি জায়গায় আচমকাই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির দুটি কামরা। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইন ও মিডল লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। মুম্বই থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন ও মুম্বই-আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস দীর্ঘক্ষণ আটকে থাকে।সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, মুম্বই-নন্দেদ এক্সপ্রেস, গোন্দিয়া এক্সপ্রেস, পঞ্জাব মেইল এক্সপ্রেস,নাগপুর দুরন্ত এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেস, মুম্বই-হাওড়া এক্সপ্রেস, শালিমার এক্সপ্রেল, বারাণসী এক্সপ্রেস, পাটলিপুত্র এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, গোরক্ষপুর এক্সপ্রেস সহ ২০টি এক্সপ্রেস ট্রেন চলাচল ব্যবহত হয় দুর্ঘটনার কারণে। এই ট্রেনগুলিকে অন্য রুটে পাঠানো হচ্ছে।রেলের তরফে জানানো হয়েছে, রাত সাড়ে ১০টা নাগাদ মিডল লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

Latest