Skip to content

মেদিনীপুরের গণপতিনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা!

নিজস্ব সংবাদদাতা : বিগত ২ বছরের ন্যায় এবছরও মেদিনীপুরের গনপতিনগর সর্বজনীন দুর্গা পূজা কমিটির ব্যবস্থাপনায় ১৮ নং ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ও ছাত্রী দের সংবর্ধনা প্রদান ও প্রয়াত শিক্ষক সুরেশ চন্দ্র দত্ত স্মৃতি স্মারক প্রদান অনুষ্ঠান শহীদ অনাথ বন্ধু প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূজা মন্ডপে অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী ও কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গরাই, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী চিত্তরঞ্জন মুখার্জি ও মেদিনীপুর পৌর সভার চেয়ারম্যান সৌমেন খান। এদিন মোট ৬৫ জন ছাত্র ও ছাত্রী কে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন প্রয়াত শিক্ষকের দুই পুত্র দেবব্রত দত্ত ও সুব্রত দত্ত এবং পরিবারের অন্যান্যরা । ছিলেন পূজা কমিটির সভাপতি সুশান্ত মজুমদার, সক্রিয় সদস্য গনেশ তোষ, অতিক্রম চক্রবর্তী, বন্ধন ভট্টাচার্য, হরিপদ দাস,রবি দাস, প্রশান্ত জানা, প্রশান্ত হাইত, রামপ্রসাদ সিনহা,তাপস পাল ও অন্যান্য আরো সদস্য ও সদস্যা। অনুষ্ঠানে বক্তারা উপস্থিত ছাত্র ছাত্রী দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ও তাদের ভালো মানুষ হওয়ার আহ্বান জানান।এই পূজা কমিটি সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি নেয়।

Latest